ভালো নেই
হাসান মাহমুদ
ভালো নেই তনু মোর
ভালো নেই মন
ভালো নেই আঁখি মোর
ভালো নেই পরাণ।
ভালো নেই ক্ষণ কাল
ভালো নেই আয়ু
ভালো নেই বক্ষ মোর
ভালো নেই স্নায়ু।
ভালো নেই শ্রবণশক্তি
ভালো নেই কর্ণ
ভালো নেই হস্ত খানি
ভালো নেই কর্ম।
ভালো নেই শান্তি মোর
ভালো নেই আত্মা
ভালো নেই সুখটা মোর
ভালো নেই সত্তা।