ভালো লাগে
হাসান মাহমুদ
ভালো লাগে মায়ের মুখ
মায়ের মুখের হাসি
ভালো লাগে কালো রাত
রাত্রি জাগা শশি।
ভালো লাগে বাবার কথা
দুঃখের গল্পে খুশি
ভালো লাগে শিশির সকাল
দূর্বায় রাশি রাশি।
ভালো লাগে পাখির সুর
সকাল বেলার রবি
ভালো লাগে মৃদু বাতাস
সৃষ্টি যত ছবি।
ভালো লাগে নদীর ঢেউ
পাল তোলা ঐ তরী
ভালো লাগে সবুজ শ্যামল
হৃদ মাজারে ধরি।
ভালো লাগে গগন তাঁরা
মিটিমিটি আলো
ভালো লাগে জোনাক পোকা
সন্ধ্যা বেলার কালো।
ভালো লাগে চলতে আমার
সবার সুখে হাসতে
ভালো লাগে বলতে আমার
নিজের দুঃখে ভাসতে।।