ভালো ছেলে
হাসান মাহমুদ
ভালো ছেলে খেলে কম,
পড়ায় দেয় মন,
ভালো করে পড়া পড়ে,
রাখে সবার মান।
ভালো ছেলে বুদ্ধিমান,
জ্ঞানী মানুষ হয়,
জ্ঞান দিয়ে ভালো ছেলে,
বিশ্ব করে জয়।
ভালো ছেলে ভালো মানুষ,
সবাই বলে তারে,
মিষ্টি কথায় সবাই রাখে,
মন ভরে আদরে।