ভালো থেকো সুরঞ্জনা
হাসান মাহমুদ
সুরঞ্জনা
তোমায় নিয়ে চাঁদ দেখার ইচ্ছেটা
বোধহয় থেকেই যাবে
কোনো হৃদয় ভাঙার আক্ষেপে।
যদি কোনো দিন তোমার হৃদয় কম্পিত হয়
মোর এই আক্ষেপ জড়ানো শব্দে
জানালা খুলে বাহিরে তাকিয়ে দেখো
সেই বধির প্রেমিক হয়ে দাঁড়িয়ে আছি,
তোমারি অপেক্ষমাণ অবহেলার বিম্বস্বরে।
সুরঞ্জনা
বাড়ির উঠোন জুড়ে আম মুকুল খেলা করে
বড্ড ইচ্ছে ছিলো তোমায় নিয় খেলা পাতাব
পূর্ণিমারা প্রদীপ জ্বেলে দিবে
জোনাকিরা থেকে থেকে গীতের আসর জমাবে
উঠনের বড় নারিকেল গাছটা দাঁড়িয়ে
মুচকি হেসে আমাদের প্রণয় দেখবে।
সুরঞ্জনা
একটি রাত কিংবা একটি পাখিডাকা ভোর
বাড়ির চৌচালা ঘর,আর ঘরের হাওয়ায় দোলা ঝুল
তোমায় নিয়ে প্রকৃতির রঞ্জনে রঞ্জিত হওয়া
এসব কিছুই আমার কৌটায় মোড়ানো স্বপ্ন
শুধু তোমারি মুচকি হাসি আর চোখের ছোঁয়ায় চাওয়া।
সুরঞ্জনা
সকল স্বপ্নছেদন করে ভালো থেকো
ভালো থেকো সুখবিলাশে
সুখের শয়নে রাত্রি জেগো
আমারি সুখবিলাশে আমি বধির
সুখের পরশ ফেরে ভালো থেকো।
সুরঞ্জনা ভালো থেকো।