ভাই-বোনের মমতা
হাসান মাহমুদ
ভাই বোন থাকুক যত সংঘাত
বিপদে পাশে পাবে নির্ঘাত।
মুখে মুখে থাকুক হিংসা
মনের ভিতর নেই প্রতিহিংসা।
সব সময় চায় সবে সমাধান
অমঙ্গল চেয়ে হয় না বেইমান।
ভাই বোন রক্তের বাঁধন
চায় যদি কেউ করতে হনন।
পুড়ুক তাদের ইজ্জত সম্মান
ধরুক তাতে হাজারো ঘুন।
ভালো থাকুক এ পৃথিবীর আত্মীয়তা
ভালো থাকুক ভাই বোনের মমতা।