উষ্ণীয় মায়া
হাসান মাহমুদ

শরতের পরে শীত এসেছে
আমার এসেছে প্রেম
মায়ায় আমায় লেপ্টে ধরেছে
কথায় কেটেছে হেম।
এ প্রেম জেনো চিরস্থায়ী
ঐ পৃথিবীর পথে
কাটে জেনো গো মায়া মোর
এই জীবনের সাথে।
কত স্মৃতির করিডোর বাঁধা
মায়ায় জড়ানো সুখ
এসেছে প্রেম মোর হবে যেতে
হাসিয়া ভরে বুক।
শীতের শীতল হাওয়ার পরে
থাকবে প্রেম পরে
এই প্রেম লুকাবে গিয়ে ঐ
অন্য জনার ধারে।
ইস! কি মায়ার প্রেম তবো
এই সংসারে মোর
কথায় কথা কেটে যাবে
কাটিবে না ঘোর।