উহারা ভালো থাকুক
হাসান মাহমুদ

উহারা চাহুক আমার পানে  গোমড়া মুখে
কিংবা অপ্রিয় আঘাত ঘেঁষা ভুরু কুঁচকে

উহারা নাহিবা ডাকিবে আমারে প্রণয় ভেবে
কিংবা স্নেহময় আত্মীয় তায় ভেবে।

উহারা দূরে থাকুক, দৃশ্য হীন মোর আঁখিতে
কিংবা কাছে থাকুক, নয়নে কাঠের চশমার ছবিতে।

উহারা ঘৃণা করুক আমাকে ভারি
কিংবা অবজ্ঞা করুক শতো বাহারি।

উহারা আমার ঝঞ্ঝাট দেখে হাসুক
আমার মৃত্যু দেখে নৃত্য করুক

উহাদের আমি বলে যাবো ভালো থাকো প্রিয়ে
ভালো থাকো নিজেদের উপহাসের উপমা নিয়ে।

উহাদের ভালো বেসে কাছে নিবো
উহাদের আমি শ্রদ্ধায় ভরে দিবো।

উহারা প্রাণ ভরে দেখুক,
উহারা ভালো থাকুক উহারা ভালো থাকুক।