উচিত কতা
হাসান মাহমুদ
শিকল বন্দী হাতে পায়ে
তালা ঝুলানো মুখে
ক্যামনে কইমু উচিত কতা
আছি বড্ড অসুকে।
মুই চোরের রাজ্যে চলি
খুঁজি প্রিয় সাধু
মুই তো চোর বটে তবে
সাধুর রাজ্যে দাদু!
আহ্ কি অবস্থা একখান!
চোরের মাল চোরে নেয়
দোষটা দেয় মোল্লার গায়
মাথাটা উচিয়ে কয়।
মোল্লা ছাড়া কে করবে?
এমন সব্যোনাশি কাম
মোল্লা বেটায় আস্ত পাঁজি
ভাঙায় মোগো নাম।
কালও দেখছি মোল্লা বেটায়
চোক উঁচিয়ে চায়
চোকটা খারাপ মোল্লা বেটার
উচিত কতা কয়।
আহ্ কি একখান সময়!
উচিতের দাম নাই
উচিত কতা কইতে গেলে
তোমার জান নাই।