তুমি ভালো নেই
হাসান মাহমুদ
জানি সুখে নেই,জানি সুখে নেই
জানি দুখে নেই,জানি দুখে নেই
তবুও তুমি ভালো নেই, ভালো নেই।
গুণছো বসে দিনগুলি সব
খাচ্ছ বসে সুখের অভাব
হাসছো বসে ভাবেরও ভাব।
জানি সুখে নেই তুমি সুখে নেই
দুখে যে আছো তাও তো নেই!
তবুও তুমি ভালো নেই ভালো নেই।
বন্দীনি হয়ে থাকছ কোণে
আত্মীয় সব দিন যে গুণে
স্বইচ্ছার ঐ কাহিনি শুনে।
জানি তুমি ভালো নেই
দুখে আছো সেটাও তো নেই!
তবুও তুমি ভালো নেই।
ঐ যে কোঠায় চলছো বেশ
উড়ছে মাথায় ভিজে কেশ
লাগছে বেশ,লাগছে বেশ।
বলছো খুলে হাওয়ার শনে
আসছে ভেসে আমার কানে
শুনছি আমি আত্ম মনে।
তুমি ভালো নেই, ভালো নেই
বেদনায় আছো তাও তো নেই
তবুও তুমি ভালো নেই।
হাওয়ায় আমায় বলল হেসে
মুখটা তোমার মেঘে ঘেঁষে
আঁধার কালো আসলো শেষে।
মনটা তোমার অনেক ভারি
মনের সাথে দিচ্ছ আড়ি
শুনছি আমি কানটা ভারি।
তুমি ভালো নেই, ভালো নেই
দিনটা তোমার আলো নেই
রাতটা তোমার কালো নেই।
মনটা খুলে বলতে যদি
মনের ঐ আলাপ অধি
শুনতাম বলতাম যতো রতি।
জানি সুখে নেই, সুখে নেই
দুখেও নেই, দুখেও নেই
তবুও তুমি ভালো নেই।।।