তুমি কি আমার হবে তিশা?
হাসান মাহমুদ
তুমি কি আমার আকাশ হবে তিশা?
তোমায় নিয়ে রাত্রি কালের ছবি লিখবো তিশা।
তুমি কি আমার নীল গগনে তারা হবে তিশা?
তারার মাঝের আলোয় আমি তোমায় দেখবো তিশা।
তুমি কি আমার গোল চাঁদের ঐ জ্যোৎস্না হবে তিশা?
চাঁদের আলোয় সুখ কুড়াবো তিশা।
তুমি কি আমার ভোরের ঐ পাখি হবে তিশা?
সকাল হলেই তোমার ডাকে ঘুম ভাঙাবে তিশা?
তুমি কি আমার দুপুর হবে তিশা?
ক্লান্ত কালে তোমার হাতের জল পানে ব্যস্ত থাকবো তিশা।
তুমি আমার লাল সূর্যের বিকেল হবে তিশা?
তোমায় নিয়ে বিকেল পারে গল্প করবো তিশা।
তুমি কি আমার গোধূলি বেলার উচ্ছ্বাস হবে তিশা
তোমায় নিয়ে ঘরে ফিরিব হাসি মুখের মায়া তিশা!
তুমি কি আমার সন্ধ্যার ঐ জোনাক হবে তিশা?
হাতটি ধরে মনটা ভরে কবিতা লিখবো তিশা।
তুমি কি আমার সঙ্গী হবে তিশা?
জীবন মাঝে যতন করে রেখে দিবো তিশা
তুমি কি আমার হবে তিশা?
তোমায় আমি মন কোটরে রাখবো ভরে তিশা।।