তুমি আসবে হে অধিকার
হাসান মাহমুদ

হে অধিকার তোমার জন্যে!
বাতাসে লাশের গন্ধ
যেথায় শুকি গন্ধে বিভোর মন
এযেনো হানাদার আবার এসেছে বাংলায়
বল পাকিস্তান জিন্দবাদ বলে গুলি চালায়
আসলেই কি এরা স্বাধীনতার পক্ষের বুলি আওরায়?
যত্রতত্র রাবার বুলেট বাজাচ্ছে শানাই
মিছিলে সুরের অধিকারের গান
স্বাধীনতার নামে প্রহসন ঠাঁই।
শহরের বুকে হায়নাদের ট্যাং
গোলাবারুদ ছুড়ছে অবিরত
ছাত্র ছাত্রী তরুণ বিপ্লবী স্লোগান
যুদ্ধের আসবেই সুশীতল প্রভাত।
হে অধিকার তোমার জন্যে,
বাবার বুকে পাথর চাপা
মায়ের মুখে আঁচলে ঢাকা আর্তনাদ
বোনের মুখে চিৎকারের ধ্বনি
ভাই হারা করুণ শোকগীত।
হে অধিকার তোমার জন্যে
বৃদ্ধ মুক্তি যোদ্ধা আজ ময়দানে
আবার বিপ্লবী স্লোগানে অধিকার চায়
ক্লান্ত চোখে অসহায়ত্বের ছাপ মুখ মলিনে।
তোমার জন্যে, হে অধিকার
বিদ্রোহী ছেলেটি বুক পেতে
কামানের সামনে দাঁড়িয়ে গুলি খায়
হায়নার মতো, টাশ টাশ শব্দে বুক ঝাঁঝরা হয়!
তোমার জন্যে হে অধিকার
ছোট্ট শিশুটি বিদ্রোহী মানসে
রাজপথে অধিকার অধিকার হাঁকে
অস্ত্রহীন যুদ্ধে যায় বিজয়ের আশে।
তুমি আসবে বলে হে অধিকার
দাবানলের মুখে বুক উঁচিয়ে দাঁড়িয়ে আছে
আঠারো পেরোনো তাগড়া যুবক
কৈফিয়ত না দিতে রাজি কৈশোর শিশুটাও,
তোমার জন্যে উন্মুক্ত সারিতে
স্লোগানে স্লোগানে দিচ্ছে ডাক
বিদ্যালয় না পেরোনো মেয়েটাও।
তোমার জন্যে হে অধিকার
৫২ এর মতো লক্ষ তরুণী জেগেছে
ইজ্জত লুটিয়ে তোমার জন্য অপেক্ষা
৭১ এর মতো করুণ বিভৎস চোখে
চেয়ে আছে বিশ্ব রোডের চৌমাথায়।
হে অধিকার তুমি আসবে বলে,
ঘুম নেই স্বাধীন বাংলার
মোড়ে মোড়ে বিপ্লব ফেটে পড়ে
ছাত্র জনতা, তোমার জন্য!
চায় স্লোগানে ন্যায্য অধিকার
বসে আছে কামানের মুখে
দুঃসাহসের গল্প লিখে
তুমি আসবে, জানি তুমি আসবে
এই চিল শকুনের বাংলায়
আবার ডাক দিবে!
অধিকার অধিকার বলে ডাক দিবে।