৬০:- তুমি আসবে বলে
হাসান মাহমুদ
তুমি আসবে শুনে আজও ক্লান্ত শরীর নিয়ে দাঁড়িয়ে আছি,
তুমি আসবে শুনে অনিদ্রায় কাটে রাত,
পশ্চিমা গগনে চন্দ্রটা আজ ও জেগে আছে। তোমায় আলো দিবে বলে।
আকাশ হতে বৃষ্টিরা ঝরবে ঝরবে বলেও ঝরলো না।
মেঘেরা আসবে আসবে বলেও আসলো না।
বাতাস গান গাইবে গাইবে বলেও গাইলো না।
শুধু তোমার অপেক্ষায়;তুমি আসবে বলে।
তুমি আসবে শুনে,
লক্ষ্মী পেঁচাটা থেকে থেকে ডাকা থামিয়ে; তোমার প্রহর গুণে
শিয়ালিয়া থমকে আছে;তোমার কথা শুনে।
ডাহুক আর বাজায় না মিষ্টি গুঞ্জন,
সব গুলো আজ বেধে রেখেছে;তুমি আসবে শুনে।
তোমার কারণে রাখালিয়া বাঁশির সুর ফেলে দিয়েছে,
গ্রাম্য বধূ আর আসে না ঘাটে;চপলা মেয়েটি আজ নিরব,
বোবাকালা হয়ে বসে আছে।
পাখিরা বাসা বাধবে বলে কত্ত আয়োজন,
কিন্তু তোমার অপেক্ষা, আসবে শুনে।
তুমি কখন আসবে, কখন তোমায় দেখবে
কিন্তু তুমি এলে না; কথাও দিলে না।
তোমার আসার অপেক্ষাটা বেশ ভালোই ছিলো, আগন্তুক রূপে।