তুমি এলে না প্রিয়
হাসান মাহমুদ
পৃথিবীর সকল নিয়মই ভাঙল
ভাঙল দূরত্ব বেড়া
শুধু ভাঙল না তোমার সাথে
আমার কপালের ধারা।
খেজুর পাতার চালা হইল
খেঁড়ের চৌ-চালার ঘর
খেঁড়ের ঘর ভাঙিয়া হইল
টিনের সুবিশাল ধার,।
বিশাল নদী ভরাট হইল
উঠিল জাগিয়া চর
নির্জন জন শূন্য পূর্ণ হইল
বাধিল তাতে ঘর।
গ্রাম সেও শহর হইলো
উঠিল উঁচু দালান
সবুজ ঘাস কালো হইলো
কৃত্রিম রঙে অম্লান।
সকাল সেও রাত্রি হইলো
রাত্রি হইলো সকাল
দুপুর সেও হারিয়ে গেলো
মেঘ আলো বিকাল।
পদ্মা সেতু হবে না বলেও
সেও পরিপূর্ণ আজ
বিশাল আয়োজনে মুখরিত হয়ে
করিতেছে ভারি সাজ।
নিয়ম ভেঙে করিমের হইলো
অনিয়মের বড় সাজা
রাজার রাজত্ব নষ্ট হইলো
প্রজা হইলো রাজা।
বসন্ত আসবে আসবে বলে
সেও এসে চলে গেলো
কোকিলা সুর ফেলে সেও
নিরুদ্দেশ হলো।
এক মাত্র তুমিই এলে না প্রিয়
কথা রাখলে না মোর
ভাঙলে না অনিয়মের বেড়া জাল
ভাঙলে না তমো ঘোর।।