উৎসর্গ প্রিয় মানুষ তিশা খান (বনলতা)
তুমি এঁকো
হাসান মাহমুদ
এঁকো তুমি মনের ঘরে
আমায় নিয়ে ছবি,
যখন তোমার মন কোণেতে
উঠে সকাল রবি।
লিখো তুমি ডায়রির পাতায়
তোমার লিখা গান,
পড়বো আমি এলোচুলে
ভরে আপন প্রাণ।
এঁকে ছো তুমি আমায়
তোমার মন দেয়ালে,
তা জেনেছি তোমায় ভেবে
আমার মন খেয়ালে।
কারণ আমি যানবো না আর
তুমি মোর প্রিয়া,
আমার প্রেমে তুমি মশগুল
জেনেছে মোর হিয়া।
আমার ছবি তোমার হাতে
লেগেছে বেশ ভারি,
এঁকেছো যে মন থেকে প্রিয়
দিতে পারি কি আড়ি?
তুমি আমায় ভালো বাসো
জানি আমি ময়না,
তোমার কাছে আমি বন্ধু
তোমার প্রিয় ময়না।
এঁকো তুমি আমার ছবি
নেই যে তাতে মানা,
আমায় পেতে হবে না তোমার
একটুও কষ্ট যাতনা।