ততোটাই ভালোবাসি
হাসান মাহমুদ
তোমাকে ততোটাই ভালোবাসি যতোটা
গগন মেঘকে ভালোবেসে বৃষ্টি ঝরায়,
সূর্য চাঁদকে ভালোবেসে আলো দেয়
পাহাড় পাথরকে ভালোবেসে ঝর্ণা ঝরায়।
তোমাকে ততোটাই ভালোবাসি যতোটা
ভলোবাসলে তুমি মিশে যাবে আমাতে।
যতোটা ভলোবাসলে ক্লান্ত হবে না
কল্পনার রাজ্যে ছবি আঁকবে তোমাতে।
তোমাকে ততোটাই ভালোবাসি যতোটা
বেসেছিলো বেহুলা -লক্ষ্মিন ধরকে।
শিরি-ফরহাদ, লাইলি - মজনুকে
দেবদাস-রজকিনিকে ততোটা।
তোমাকে ততোটাই ভালোবাসি যতোটা
ভালোবাসলে তুমি নাকবালকে দেখবে না,
তার প্রেমে মসগুল হবে না
তাকে দেখে মুচকি হাসবে না।
তোমাকে ততোটাই ভালোবাসি যতোটা
ভলোবাসে নদী জলকে,
চাঁদ আলোকে, সূর্য তার কিরণকে
ততোটাই ভালোবাসি তোমাকে।
দক্ষিণা বাতাস যতোটা ভালোবাসে
ফসলের মাঠকে ততোটাই।
তোমাকে ভালোবাসতে চাই
জীবন জীবনে তোমাকেই যেনো পাই।
৪/৭/২০২০