তরুণ
হাসান মাহমুদ

মোরা সাম্য, সাম্যের কথা বলি
মোরা শক্তি, শক্তির কথা বলি;
মোরা ঐক্য, ঐক্যের কথা বলি
মোরা এক বিধাতার পথে চলি।
মোরা শক্তি সাহস তাগড়া তরুণ
মোর দূরসাহসী উজ্বল অরুণ।
মোরা ঢেউ দোলা ঐ উত্তাল সাগর
মোরা পথ ভোলা ঐ পথিক দুর্বার।
মোরা চন্দ্র খেলা ঐ রাতেই আলো
মোরা শত্রুর চোখে বিষাক্ত কালো।
মোরা পাহাড়, পাহাড়ের চূড়া ঝোপ
মোরা বট বৃক্ষ ঠাঁই ছায়া ময়ই রূপ।
মোরা তরুণ অরুণ সত্যের দিশারি
মোরা মিথ্যা নায়ের ধ্বংসের কাণ্ডরী।
মোরা নজরুল, সুকান্ত কিংবা ফররুক
মোরা হিম্মত মোদের দেখে শত্রু ফিরুক।
মোরা শক্তি মহা শক্তি তরুণ তুর্কী বীর
মোরা চিরো উন্নত, আহ্বায়ক বাঙালির।