💁❤তোমায় লাভ করি💛💚

☝  হাসান মাহমুদ ✌

🛂 আমি লাভ করি তোমার চুল,
তোমায় আমি উপহার দিবো ভেরালতার একমুডা ফুল।
দুজন মিলে বসবো ওগো খালের ঐ না কুুল,
তোমায় আমি আইন্না দিমু ওডা র ওই ফুল।
গোরতে যামু দুজন মিলে হাঁঠখালাতে,
তোমায় আমি কিন্না দিমু হাতের চুরি যে।
চশমা দিমু নাহইল গাছের পাতার,
তোমায় নিয়া নাইতে যামু কাটমু দুজন হাতার।
আমি লাভ করি তোমারি মুক,
তোমায় দেখে পাই আমি  এক হাত সুক।
তোমায় লইয়া যামু  আমি বিলের খালেতে,
কলমি লতার হাগ আনমু ডোঙ্গায় কইরা যে।
ফুল বাগানে লইয়া যামু আইন্না দিমু ফুল্
তাই দেইখা হইবা তুমি ব্যাকুল।
তোমায় নিয়া খাইতে যামু পান্তা আর ক্যালা,
দুইজন মিলে খামু ভাত দুই ন্যালা।
তুমি বন্ধু পরাণ আমার চাইয়ো নাগো টাহা,
তোমার জন্যই আইছি আমি ঢাহা।



কবিতাটি একান্ত বরিশালের নিজের ভাষায় লিখার চেষ্টা ভুলে হলে ক্ষমা করবেন,,,,,