তোমার প্রেমে পড়তে নেই মানা
হাসান মাহমুদ
প্রেমে পড়তে নেই মানা
প্রেম তো সে হৃদয়ের জানাশোনা,
আত্মার প্রতিফলন মনেরই বন্ধন
দৈব এক অদৃশ্য অদ্ভুত অম্লান।
তাই তো পড়েছিলাম হঠাৎ
প্রথম দেখাতেই নিয়েছি স্বাদ।
কিযে তোমার রূপের সমাহার
কি দিবো বর্ণনা আমি তাহার।
তোমার আঁড় চোখেরই চাহনি
চশমার ফ্রেমে বাঁধা আর দেখেনি।
আঁখি যেনো পদ্ম পুকুর
টলটলিয়ে দুলছে জল তাহার।
ঠোঁট যেনো লাল রক্ত জবা
তাই তো তুমি ছাড়া নাহি ভাবা।
হাসি যেনো আঁধারের চন্দ্র আলো
টোলপড়া গাল যেনো লাগে ভালো।
কেশ তোমার কোকিল কালো
গন্ধ তাহার অমৃত ভালো।
এমন প্রেমে পড়বে না কেহ
আছে কার এমন মনও দেহ।
নাক তোমার শিশির ফোঁটা
গোলাপের চিকন বোটা।
দুল-দুল্য ঝুমকো লতা
সে যেনো চৈত্রের ঝড়া পাতা।
,,,,,,,,,,,,,,,,,,,,