তোমার অপেক্ষায়
হাসান মাহমুদ
প্রতিটি থমথমে সকালে
আবেগ ঘন হৃদয়ে,
ঘুণে খাওয়া কাঠের দরজায়
বেখেয়ালি আচরণে দাঁড়িয়ে।
হাত ইশারায় ডাকি তোমাতে
কে যায় কে আয়,
কে ফিরে অবলার কুটিরে
ভাবি খেয়ালহীনায়।
কেহ তাকিয়ে দেখে হাসে
কেহ নিঃশ্বাসে ভাসে,
কেহ উগ্র কন্ঠে বলে
পাগল হয়ে গেছে!
একে থামাতে হবে বুঝি
নাহয় সমাজের অবসান,
কেহ আবার গাহিছে সাফাই
বলে প্রেমিক নারায়ণ।
এ বাঞ্ছনীত মনে তোমাতে
এক অংশ হিসেব,
কখনো মিলে তিনের এক
কখনো মিলে হাপ।
কখনো আবার একটু নয়
নয়তো কোনো অংশ,
কখনো আবার অনু পরিমাণ
হয়তো আবার ধ্বংস।
কি বুঝাবো হৃদয়কে তবে
সবই তো স্বার্থ,
নিজেকে বুঝাই তুই নেই
আমাতে আমি ব্যর্থ।