তোমার মাঝে ঘোর
হাসান মাহমুদ

হঠাৎ যখন তোমার কথা মনে আমার বাজে
সন্ধ্যা বেলা প্রদীপ জ্বলা মনের মাঝে সাজে।
তোমায় নিয়ে ভাবতে আমার অনেক ভালোলাগে
এ যেনো এক জোনাক জ্বলা সন্ধ্যা ফোটে বাগে।
তোমার কথা মনে হলে মন থাকেনা মনে
ইচ্ছে হয় পক্ষী হই বলতে কথা তোমার শনে।
বলবো কথা গোপন সুরে গুনগুনিয়ে
পড়বো আমার ভাগ্য রেখা তোমায় নিয়ে।
তোমার শনে মন মিলিয়ে দেখবো মনের ভার
ইচ্ছে হাসে খিলখিলিয়ে ভালোলাগার দোর।
উদাস বাউল চণ্ডী পাগল উড়াল চণ্ডী বালক
ইচ্ছে হয় তোমার শনে গাইবো মনে মধুর শোলক।
হঠাৎ যখন তোমায় ভাবি চাঁদনি পসর নিঝুম রাত
হঠাৎ করেই আবার ভাবি তোমায় দেখার ভিষণ স্বাদ।
করবো কি আর মনের সাথে জোড়
তোমায় দেখার ভিষণ স্বাদ তোমার মাঝে ঘোর।