তোমার খবরে আমি
হাসান মাহমুদ
প্রিয় কেমন আছো?
জানি ভালো নেই,
সেদিন তোমার খবর পড়তে গিয়ে শুনেছি!
তোমার অনেক অশান্তি
পারিবারিক কি একটা ঝামেলায় জীবন দূর্বিষহ!
মনে দুঃখের ঝড়,
শরীর দিন দিন মন্দ হয়ে যাচ্ছে।
জীবন আর আগের গতিতে নেই
অনেকটা বৈশাখের মত ঝড়ঝাপটায় কাটে
শুনেছি তুমি অনেক দূর্বল হয়ে গেছো
খাওয়া দাওয়া ও ঠিকঠাক করো না,
পরিবারের সবারই নাকি অশান্তি
তোমার খবরটা পড়তে পড়তে
আঁখি বারি বর্ষণ হয়ে গেছে
তোমার খবরের দ্বিতীয় পাতা পড়তে পারিনি
কারণ প্রথম পাতায়ই তোমার এমন
তাহলে দ্বিতীয় পাতায় এর চেও করুন হবে নিশ্চয়ই
তোমার খবর আমি নিত্য দিনেই পড়ি
সেটা তুমি জানো না হয়তো
তোমার খবর না পড়লে আমার ঘুম খাওয়া সব বন্ধ হয়ে যায়
জানি না তোমার খবরে এমন কি আছে।
নিত্য দিন চেষ্টা করি কারো না কারো কাছ থেকে
তোমার খবরের হেডলাইন সংগ্রহ করতে
যেটা মনের অজান্তে হোক আর ইচ্ছায় হোক,
প্রিয়,
শোনো আমার মতো তুমিও আমার খবর পড়বে
কিন্তু যখন আমার শেষ গন্তব্যে আমি পৌঁছে যাবো
সেদিন হয়তো চোখ থেকে কিছু টা বারি বর্ষণ হবে
আফসোস হবে আমি কতটা ভালো বা খারাপ ছিলাম।
তোমার খবরে আমি হতাশ বিচলিত গ্রস্থ।
যাই হোক শেষে একটা উপদেশ দিয়ে যাই
হয়তো রাখবে বিশ্বাস আছে
অন্যের জন্য না বাঁচলে ও নিজের জন্য একটু নিজেকে যত্ন নিও
ঠিকঠাক খাওয়া দাওয়া করো
নিজেকে সব পরিস্থিতিতে অটল বিশ্বাসে রাখবে
ভেঙে পড়বে না, ভাঙতে দিবে না,
ঈশ্বরের উপর বিশ্বাস করিও সব ঠিক হয়ে যাবে।