তোমার ঘোরে
হাসান মাহমুদ
কত বসন্ত চলে গেলো
কত কোকিল গান জুড়িলো
কত পাতারা অযথাই ঝরিলো
কত হাওয়া বদল হইলো
তবুও তোমার দেখা না মিলিলো।
কত বৈশাখ অচিরেই চলিলো
কত জৈষ্ঠ কাঁদিয়া ফিরিলো
কত আষাঢ় অযথাই ঝরিলো
কত শরৎ হেমন্তে মিশিলো
তবুও তোমার বদন সম্মুখ না পরিলো।
কত কার্তিক সুদিনে আসিলো
কত নবান্ন বিথাই কাটিলো
কত উৎসব মলিনে ভাসিলো
কত আয়োজন বেদনে পরিলো
তবুও তোমাতে দেখা না মিলিলো।
কত ঈদ চলিয়া গেলো
কত আনন্দ মাটি হইলো
কত আশা নিরাশায় মিটিলো
কত ভাবনা নির্ঘুমে কাটিলো
তবুও তোমার ঘোর না কাটিলো।