তোমাকেই চাই
হাসান মাহমুদ
পুষ্পরা রেণু দিক বাগে
বৃক্ষরা হাসুক পুষ্পের কলরবে
সৌন্দর্য জড়ুক সকল গাঁয়ে
প্রেমেরা কথা বলুক আলতো নিরবে।
শহর জুড়ে শীতেরা আসুক
শিশিরের কোণে হোক তোমার ঠাঁই,
কুয়াশারা ভিড় জমিয়ে থাক
মিষ্টি রোদে তোমাকেই আমি চাই।
শীতের পশমি উমের উষ্ণতায়
থেমে যাক সকল গ্লানির ছোঁয়া
ভরে উঠুক ধরনির কোল
ফেলে সব হীন প্রেম ধোঁয়া।
শীত শেষে কোকিলা হাসুক
কোকিল গাহুক নতুন গান তাই
বসন্ত আসুক আর বৈশাখ
ঝড় তুফানেও তোমাকে যেনো চাই।
ঠাঁই যেনো আমি পাই
হেমন্তের বিকেলে যেনো চাই,
হোক বা না হোক তবে
আমি যেনো তোমাকেই পাই।