তোমাকে যদি পেতাম
হাসান মাহমুদ
জানো প্রিয়!
তোমার কথা সবসময় ভাবা হয় না
কিছু সময় ভাবি
এই যেমন সকাল হতে দুপুর
দুপুর হতে রাত গভীর
রাত গভীর হতে সেই রবি ওঠা ভোর।
তোমাকে নিয়ে যে কত স্বপন খেলে
আমার এই ছোট্ট মরা মনে
তা তোমারে বলে কয়ে বুঝাতে পারবো না,
এই যেমন তোমার এই পৃথিবী
আর আমি পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিক
তুমি রাজ্যের রানী এলিজাবেথ
আমি সম্রাট শাহজাহান,
জানি সবই বুঝি! এসবই চোক্ষু কল্প
সবই অবাস্তব চোখ আর মনের কারিশমা।
আমি জানি,তুমি আমার কখনই হবে না
তোমাকে কখনই নিজের করে পাবো না
তোমাকে দূর থেকেই ভালোবাসতে হবে
তবুও সব স্বপ্ন তোমাকে ঘিরেই এঁকেছি
তোমার জন্যই মনে দ্বিতীয় আর ঘর তুলিনি
ঘরে কাউকে অতিথি করিনি আজও।
তোমাকে নিয়ে খড়ের ঘরটায় বসে
রাতের আলোআঁধারি দেখবো
পূর্ণিমার চাঁদ কে তোমার সাথে মিলিয়ে
তার রূপ খুঁজব তোমার আলোয়।
দরজার কাছে বসে গীত গাইবো
তুমি সুর তুলবে আমার গীতিকবিতায়
আমি তোমাকে দেখে গীত বানাবো।
কত শত ইচ্ছে স্বপ্ন আক্ষেপ অনুভূতি
প্রেম, প্রণয়, অসুরে লিখবো।