তোমাকে হয়নি লেখা
হাসান মাহমুদ
তোমাকে লেখার বহুবার চেষ্টা
বহুবার আক্ষেপ হৃদয়ের তেষ্টা।
কত বার ভেঙেছি কলমের নিব
কত শেষ করেছি অচিরেই জলন্ত প্রদীপ।
কত বার ফুরিয়েছে কলমের কালি
কতবার দিয়েছি খাতায় তালি।
তবুও শেষ হয়নি তোমাকে লেখা
তোমার চিঠির সাথে আজও মোর দেখা।