তোমারে আমাকে একটু ধার দেবে
হাসান মাহমুদ
তোমারে আমাকে একটু ধার দেবে
বেশি না, এই যেমন ধরো ২৪ ঘন্টা!
অথবা ১২ঘণ্টা,তাও না পারলে ৬ঘণ্টা,
এটাও সম্ভব না হলে ১ ঘণ্টা বা মাত্র কয়েক মিনিট দিও;
তোমাকে যতন করে ভালোবেসে আবার ফেরত দেবো।
বিশ্বাস করো তোমাকে আগলে রাখবো না,
জোর করে বলবো না আর একটু থাকো
হাত ছুঁয়ে থাকার অনুরোধ করবো না।
তোমাকে আমায় একটু ধার দিবে!
এই কয়েক সেকেন্ড মাত্র!
তোমার জন্য যে কৃষ্ণ চূড়ার পুষ্প এনেছিলাম
সেটা যতন করে তোমায় পড়িয়ে দিতাম।
সবাই তোমায় লাল গোলাপ দেয়
আমি না হয় কৃষ্ণ চূড়া দিলাম,
গোলাপ তো রং বদলানো ফুল
সে কখনো লাল,কখনো গোলাপি আবার সাদাও হয়,
কিন্তু কৃষ্ণ চূড়া খাঁটি প্রেমিক
তার মাঝে প্রেম কে পাওয়া যায়
সে কখনো রং বদলায় না সব সময় টকটকে লালই থাকে।
তোমারে একটু ধার দিবা বলো?
আমি তোমাকে কৃষ্ণ চূড়ার মতই ভালোবাসতাম।
তোমারে আমায় একটু ধার দিবা?
আমি তোমায় ঝর্ণার মতো কথা দিতাম,
ঝর্ণা যেমন তার কথা রাখছে সে আমৃত্যু ঝরবে
আমি তোমায় কথা দিলাম কখনো ভুলবো না;
কখনো ছাড়বো না।
যদিও কখনো সূর্যের মতো ভুলে যাই
মনে রাখবে আকাশে মেঘ ছিলো
আবার মেঘ সরিয়ে, অথবা নতুন দিগন্তে পূর্বকোণে উঠবো।
তোমারে আমায় একটু ধার দিবা বলো?
কথা দিলাম নদীর মতো অনবরত বয়ে যাবো
সুখ-দুখ, হাসি-কান্না সবসময়ই নদীর মতো সহ্য করবো।
তোমারে আমায় একটু ধার দিবা!
এই কিছুক্ষণ সময়কাল!
একটু ভালোবেসে বিরহ ঘুচিয়ে ফের দিবো
যেমন বন্দি পক্ষিকে ছেড়ে দেয় ঠিক তেমন।