তোমাদের স্মরণে
হাসান মাহমুদ
তোমাদের স্মরণে লিখে যাই কবিতা গান,
তোমাদের ভাষাতে আমি আমরা ভরি প্রাণ।
তোমরা আমাদেরই রক্তের আত্মার দান,
সালাম তোমাদের গাই তোমাদেরই গান।
হে ভাষা সৈনিক, বুলির রূপকার আমাদের
ভুলিনি ভুলবো না আমরা কখনো তোমাদের।
এই বর্ণ,শব্দ, বাক্যের বৈজ্ঞানিক তোমরাই
এই গৌরব, বীরত্ব, সৌর্যবির্য আমাদেরই।
হে দারিদ্র্য পিতার দারিদ্র্য সন্তান বাংলার
মনে রেখো প্রাণে রেখো সালাম,জব্বার,
শফিক, বরকত তোমারই ঔরস জাত সন্তান
ভরে রেখো কোঠরে,তোমারি নয়নে নয়ন।