তোকে লিখতে গেলে
হাসান মাহমুদ

তোকে লিখতে গেলে আমি হারিয়ে যাই
গহিন টিলা-পাহাড়ি কোনো বনে
সৌন্দর্যের বিস্তার মাধুর্যতায় লিলা ভূমিতে,
হারিয়ে যাই আমার মেধা শক্তির উদ্বোধন থেকে
মস্ত মাতাল হয়ে তোকে লিখি।
তোকে খুঁজে পাই বাংলার রূপসৌন্দর্য্যে
খুঁজে পাই আমার দৃষ্টি শক্তির অন্তরালে।
তাই শুধু দেখি আর লিখি বর্ননায়,
আখিঁ জুড়ে দেখি তোর রূপ লাবণ্য
তোর টোল পড়া হাসি আরো কত্ত কি!
তোর কোকিল কেশি চুল
মায়াবী জোড়া দু আঁখি
ললাটে বিধাতার পড়ানো সৌন্দর্য মন্ডীত তিল।
কর্ণদ্বয় কার্তিকের সোনালী ধানের ঝুমকো
নাসিকাগ্রে গোলাপের কলি,
আরো দেখি ভূপৃষ্ঠের মেটো পথের মতো
তোর প্রকৃর উপমা।
তোকে লিখতে গেলে আমার শূন্য পাতা শেষ হয়ে যায়;
আমার টইটম্বুর কালি ভরা কলম নিমিষেই ফতুর,!
তোকে লিখি আর নয়ন ভরে দেখি
সেই তুই আগের মতই আছো!
ধূর ছাই না তুই পাল্টে গেছো!
এমন ভাবনা আর সাদা পাতায় আঁকা
তোর সাদাসিধে সৌন্দর্যের ফটো,
শুধু তুই থেকে তুই নয়নে আমার;
ইস!
তোকে লিখে হবে না কবু শেষ
তোর জন্য অবহেলা নেই এই মনে বিন্দু লেশ।