তবুও দেখা হবে
হাসান মাহমুদ
এক দিন অনেক বছর পর এসে
ঠিক আমাদের দেখা হবে
সে হয়তো বহু অপরিচিত কেউ হবে
ঝাপসা ঝাপসা চোখে
চশমার আড়ালে দেখে
কাঁদো কাঁদো কণ্ঠে জিজ্ঞেস করবে
কে আপনি?
আপনাকে তো ঠিক চিনলাম না?
প্রতি উত্তরে ঠিক একই স্বরে
বলে উঠব পুরানো কেউ!
দুজনারই চোখে চশমা
মুখে অতৃপ্ত দাঁত
মাথায় পরিপক্ব সাদা কেশ
তার সুন্দর সেই ত্বক
আজ কুঁচকে ঢিলে ঢালা,
তরতাজা প্রাণ মরে
আজ রুগ্ন, কাঁপা কাঁপা পা।
এই সব কিছুই একটা সময়ের কথা
তবে আমাদের যে দেখা হবে
এটা ঠিক নিশ্চিত!
হয়তো সেদিন চিনতে কষ্ট হবে
কষ্টের আড়ালেও একটা সুখ কাজ করবে
পরিচিত কেউ আজ সামনাসামনি
যাকে এক কালে ভালোবাসেছিলাম
ঘৃণার অনলে পুড়ে কালচে হয়ে ছিলাম
আজ সে সামনে!
তবুও আমাদের দেখা হবে।
তার হাসি সেই আগের মতই থাকবে
তবে দাঁতহীন মুখ
সেদিন ও বেশ লাগবে!
হেসে হেসে বলেই ফেলবো
সুহাসিনী আজও সুহাসিনী।