তবুও বসন্তরা ঝরুক
হাসান মাহমুদ
এই ভুবন জুড়ে অসংখ্য সুন্দর বসন্ত আসবে
তুমিও দেখবে আমিও!
তুমিও হাতে হাত রেখে
বসন্ত উপভোগ করবে আমিও!
তবে সেটা হয়তো অন্য কোনো
অজানা অচেনা সুন্দর কোনো মানুষের।
তুমিও বসন্তের ঝরে পাতা দেখে
আফসোস করে হয়তো বলবে; এমনি সেও ঝরে গেছে আমিও!
তুমিও চাতক পাখি হয়ে দেখবে নতুন পাতা আমিও
হয়তো তোমায় কেউ লাল রাঙা ফুল কুড়িয়ে কেশে গুঁজে দিবে
হয়তো আমিও কাউকে গোলাপ কিনে পড়িয়ে দিবো!
দু'জনেই একই সমীকরণে বেঁধে নিবো সময়কে
তবে আমরা সমীকরণটা ভিন্ন হবে
তোমারটা তার থেকেও!
তুমি হয়তো কিছু দিন স্মৃতিচারণে রাখবে
কিছু দিন চিন্তামগ্ন থাকবে
এর পর নতুন কাউকে নিয়ে দিব্যি ভালো থাকবে
আর আমি নতুন কাউকে পেলেও
ভালো আর থাকা হয়তো হবে না,
তোমার স্মৃতিচারণ কুড়ে কুড়ে খাবে
মস্তিষ্কের স্নায়ুকোষ ধ্বংস স্তুপ করে দিবে।
তবুও বসন্তরা আসুক
তবুও বসন্তরা ঝরুক