তিনশো তেরো
হাসান মাহমুদ
তিনশো তেরো
তিনশো তেরো
হো হো হো
তিনশো তেরো
আমরা তিনশো তেরোর দল,
ঈমান মোদের এক আল্লার
এক কোরানেই বল
আমরা তিনশো তেরোর দল।।
বদর, ওহুদ, খায়বার
ঈমান মোদের আবদার
ঈমানের ঐ তেজস্বী বল
আমাদেরই জয় জয়কার
ও হো হো হো
আমরা তিনশো তেরোর দল।।
হযরত মোদের শক্তি সাহস
খুলাফায়ে বাহু বল
আল্লাহ মোদের সাহায্য দান
ঈমান মোদের জনবল
তিনশো তেরো
তিনশো তেরো
আমাদেরই স্লোগান
হো হো হো
আমরা তিনশো তেরোর দল।
ওমর ফারুক
উসমান গনী
আবু বকর
যুবক আলী
দূর তাকানো
যুদ্ধ তরী
যুদ্ধ যুদ্ধ যুদ্ধ
যুদ্ধ তরী
মাঝি তারা
হাক ছাড়িয়া
ইসলাম ঈমানে রাখলো বল
হো হো হো
তিনশো তেরো
আমরা তিনশো তেরোর দল।
যুগ পেরিয়ে
যুগ এলো ভাই
হযরতে সেই
ডাক এলো
ঝুঁকতে হবে
রাখতে হবে
তিনশো তেরোর বিজয় আবার
আনতে হবে
আনতে হবে
নামতে হবে
নামতে হবে
রাখতে হবে
রাখতে হবে
কাঁধে কাঁধ
মিলতে হবে
আমাদেরই শেষ সম্বল
ইসলাম বিজয় আনতে হবে
হো হো হো
আনতে হবে
নতুন ওমর
আলী আবার সাজতে হবে
আমরা তিনশো তেরোর দল
ঈমান মোদের এক আল্লার
তিনশো তেরো
আমরা তিনশো তেরোর দল।