তিন বসন্ত কেটে গেলো
হাসান মাহমুদ
হঠাৎ এক বসন্ত তুমি এলে
তোমাকে দেখলাম কৃষ্ণচূড়ার তলে,
সেটাই ছিলো প্রথমা দেখা প্রথমা প্রেম
সেই থেকে আজ তিন বসন্ত কেটে গেলো;
সহস্র ফুলেরা ঝড়ে গেলো
লুটিয়ে পড়ে কৃষ্ণের ফুলেরা,
ক্লান্ত শ্রান্ত পাড় করলো বসন্তেরা
বৃক্ষদেবী নতুন সাজে সাজলো।
কিন্তু আমার প্রেম সেই আগের মতই
থেকে গেলো অপলক দৃষ্টিতে তাকিয়ে।
দেখলো কিছুই বলতে পারলো না,
কিন্তু তুমিও বসন্তের সাথে পাল্টে গেলে
নতুন সাজে সেজেগুজে
নতুন রূপে রূপকথার গল্পে আসলে
আমার আর পাওয়া হলো না।
তিন বসন্ত কেটে গেলো
লক্ষ কোটি বসন্তের মতো মনে হলো
অজস্র গীত জমা হলো হৃদয়ে
অজস্র প্রেম, ভালোবাসার স্তুপ পরলো
ঠাঁই উঁচু হলো আক্ষেপ গুলো।
বসন্তের পরে যেমন চৈত্রের খড়া আসে
রৌদ্রময় দিনগুলো প্রদর্শন করে কর্দমকে
কর্দম শুকিয়ে ফেটে একাকার হয়
সেখানে যেমন আর বৃক্ষ ফলন দেয় না
তেমনি আমার হৃদয়ের অবস্থা হয়ে দাঁড়িয়েছে।
তিন বসন্ত কেটে গেলো
এক বসন্তে ভালোবেসেছি
আজও থেকে গেলো না বলা
কেটে গেলো ২৫৯২ দিবস রজনী
তবুও আজও ভুলতে পারি নি তোমাকে।