কত বলেছি থেকে যাও
হাসান মাহমুদ
জীবনে একবারই কাউকে বলেছিলাম থেকে যাও
সকল লজ্জা,অপমান, আর চোখের আকুতি ফেলে বলেছিলাম
তার সামনে দাঁড়িয়ে ভিক্ষালব্ধ ধনের মত চেয়েছিলাম তারে
চোখের বারিধারা আটকে রেখে বলেছিলাম থেকে যাও;
বলেছিলাম হাতের কব্জি আঁকড়ে ধরে
করুণার ছলে,কান্নার নোনা জলে থেকে যাও।
করুণারাও ডুকরে কেঁদে উঠে বলেছিলো তারে
মিনতি করে চেয়েছিলো তারে!
আকাশের মতো বৃষ্টি ফেলে বলেছিলো থেকে যাও!
কিন্তু সে খুবই অভিমানী
অভিমান করে অভিনয়ের ছলে
আর থাকলো না!
সোজা বলে দিয়েছে তোমার মতো হাজার আছে!
আমি থাকতে পারবো না, না, না পারবো না!
মুখটি বুঝে সেদিন মনে মনে সুখ চেয়েছিলাম
আজ সে ভিষণ সুখে আছে হয়তো আমারি মতো?