ক্ষুধার মিছিল
হাসান মাহমুদ

আমাকে খাদ্য দে ,
নইলে আমি স্বাধীনতা গামি
মানচিত্র চিবিয়ে খাবো।
আজ আমার ঘরে চাল নেই,
আমার ঘরে ডাল নেই,
উনুনমুখী হয়ে দাড়িয়ে  আছি,
হাড়িতে অন্নের তিলে ফোটা নেই,

ক্ষুধা আজ অনশন করে
পাকস্থালীতে ঘায়ের দাগ,
হাহাকারে স্বজনেরা তিব্র
ক্ষুধার দাবি নিয়ে দাড়িয়ে আছে,
আজ আমার চালে দাবি,
আমার ডালের দাবি,
আমার ভাতের দাবি,
সব মিছিলে আমার পাকস্থলীর দাবি,
অনাহারের মিছিলে আমার ক্ষুধার দাবি।
আমাকে ভাতদে, আমাকে অন্নদে,
.
নইলে আমি ভূখণ্ডের প্রতিটা
দ্রব্য কেড়ে নিবো।
আর কত সহ্য করবো
এ পেটের জ্বালা?
কত না খেয়ে দাড়িয়ে  শান্তনা
দিবো আত্মাকে কাতরানো মালা।
আমাকে ভাতদে!
নইলে আমার স্বাধীনতা ফিরিয়ে দে,

মৃত্যুর মিছিলে  আমি,আমরা,
আমার দেশের সবাই,
ক্ষুধার দাবি নিয়ে দাড়িয়ে আছি,
আমাদের ভাতদে!
নইলে এ ভূখণ্ড খেয়ে ফেলবো।