থাম ভাই থাম
হাসান মাহমুদ
থাম ভাই থাম
এবার একটু তাকা
ডান বাম
অনেক তো চেয়েছিস
অনেক তো পেয়েছিস
এখন না হয় থাম।
নাই কি তোর?
টাকা কড়ি
গাড়ি বাড়ি
হাতে তোর
স্বর্ণের ঘড়ি।
সবই তো আছে
তাহলে কি?
আরো চাই আরো চাই
এটারই রম।
থাম ভাই থাম
একটু তাকা
ডান বাম।
নারী আছে
বাড়ি আছে
টাকা কড়ি
পাওয়ার আছে
তবে কেন হাত মারো?
গরীবের সম্পদ,
লাল চাই
নীল চাই
আরো চাই কত কি?
বাপের বাপ!
নাহলে নাকি!
চলবে না ধাম।
থাম নারে ভাই
আর কত?
থাম থাম থাম
আমার তো প্রয়োজন
নইলে বাড়বে না দাম।
একা খাবি?
সঙ্গে নিবি?
হাটমু আমি
ডান নয় বাম
থাম ভাই থাম।
চাপ নিস না
আরে ভাই আমি আছি
পড়বে না গলায় রশি
শুধু তাকাবি
আমার বাম,,,
চাপ নিসনা ভাই
চাপ নিসনা থাম।।