টাকা তুমি
হাসান মাহমুদ
টাকা তুমি
অতি মূল্যবান
তোমার জন্য
জান কোরবান।
তুমি আত্মীয়র
মহামূল্য আদর
তোমার জন্য
সবার কাছে কদর।
তুমি থাকলে
শূন্য পকেটে
পুরোনো জামাও
থাকে দাপটে।
টাকা তুমি
পুরুষের ইজ্জত
নারীর সঙ্গ
অঙ্গ সজ্জিত।
তুমি হিমালয়
তুমি পাহাড়
তুমি অট্টালিকা
কখনো অনাহার।
টাকা তুমি
মায়ের আদর
বাবার স্নেহ
ভাইয়ের আবদার।
টাকা তুমি
শ্রেষ্ঠ পিতা
তুমি স্ত্রীর
মূল্যবান ভর্তা।
তুমি ঠাকুরের
স্নেহের জামাতা
পতির লক্ষ্মী
পুষ্প ছেলেটা।
টাকা তুমি
প্রেমিকার প্রেম
তুমি প্রেমিক
ভিন্নতা ফ্রেম।
টাকা তুমিই
যত সংঘাত
তুমিই সব পারো
মিটাতে করাঘাত।