শুভ জন্মদিন ভাগ্যবতী
হাসান মাহমুদ
ক্ষুধার্ত এই ধরণীর বুকে
হঠাৎ আগমনী বার্তা,
সুখেরা থাকুক সবে ঘরে
এক মিলনের মাত্রা।
সুখি হও আমৃত্যু সরোবর
সুখি করো এ ধরা
আত্মীয় অনাত্মীয় সবেরে
রাখিও বুকে ভরা।
শুভ জন্মদিনে দিবার মত
নেই সমার্থ মোর
তাই তো দিলেম লিখে
চিরকুট উপহার।
স্বাদরে করিও বন্ধু গ্রহণ
নিজ গুণের ন্যায়
রাখিও মনে প্রাণে আজীবন
এই মোরে তায়।
এটুকুই চাওয়া তোমারি ধার
করিও পূরণ তবে
হাসি খুসি জীবনের বাঁকে
রাখিও মনে ভবে।
তোমার এ মহান দিনের তরে
শুভ কামনা মোর
দিনে দিনে হও তুমি
মহান সকল প্রিয়দের।
নামটি তোমার মহামূল্য
ভাগ্য বতী বটে
উপমায় উপনীত বিধাতার হাতে
সুখটাই লেখা ললাটে।
শুভ জন্মদিনে শুভেচ্ছা
রইলো সহস্র ফুলেল
যেথায় শেফালি খেলা করে
দোদুল হাওয়ায় দোল।