সূর্য ডুবি
হাসান মাহমুদ
যেদিন হতে আমার গাঁয়ে সূর্য ডুবি মাতবে
আসমান হতে বৃষ্টি ঝরা অঝর হয়ে ঝরবে;
গাঁয়ের পথে শুকনো মাটি কাদা হয়ে কাঁদবে
সেদিন হয়তো মন খেয়ালে নয়ন নদী ভাসবে।
দেখবে সেদিন দেখবে সূর্যিরাও অস্তপাড়ে নামবে
আকাশ হতে আধার কালো ঘুম পড়িয়ে হাসবে;
বুঝবে সেদিন খুঁজবে, শিশির ফোঁটা মুছবে
যেদিন হতে আমার গাঁয়ে সূর্য ডুবি মাতবে।
বিকেল হলেই গা ভাসাবে অলস দুপুর শুকবে
অন্নদানে আনমনে ভাব, আমায় নিয়ে শোকবে;
বেলা হলেই প্রদীপ জ্বলায়, সাঁঝে নীড়ে ফিরবে,
যেদিন হতে আমার গাঁয়ে সূর্য ডুবি মাতবে।
দিবস পারে কুসুম বাগে কুসুম যখন ঝরবে
জল কাতরে শুকনো পাতা হঠাৎ যখন মরবে,
বৃষ্টি এসে হঠাৎ করেই মন গহীনে ঝরবে
তখন হতেই খুঁজবে আমায় তুমি বুঝবে।