সুপ্ত
হাসান মাহমুদ

আমার জন্য নির্ধারিত সব কিছুই আমি পাচ্ছি,
সুখ দুখ সময় আমার, আমি খুব ভালো কাটাচ্ছি।
কেউ বলুক বা নাই বা বলুক আমায় ডেকে কথা,
তিল পরিমাণ নেই মোর, তিল ফোটা বক্ষে ব্যথা।
সুখে আছি হাসি খুশি, দুখে আছি নয়ন ভিজি,
কোনোটাই মোর অবহেলা নয়, সবটাই রঙে সাজি।
কে বলিলো মন্দ সুরে, কে শুনালো অসুস্থ বাণী,
সবটাই মোর চক্ষুগোচর, অন্তর তিলক নাই বুনি।
আমার সময় সুদিন হয়তো আসবে খুব তাড়াতাড়ি
তখন হয় তো থাকবো না; এই অসুখের ভাড়া বাড়ি।
যারা আমায় ঘৃণা করে ভুগছে অন্তর জ্বালা পোড়ায়,
তাদের আমি সুখ চাই, চাই তাদের সুখের রাজ্য জয়।
চাই না কখনো অসুন্দর, জীবন হোক তাদের বড্ড পরিকর,
পরিশুদ্ধ পরিপাটি সংস্কারে ফিরুক জীবন তাদের শুদ্ধকর।