শূন্য প্রিত
হাসান মাহমুদ

যতই বলি ভুলে যাবো
ভুল আসে না মনে,
ভুলা নয়তো সহজ সখি
প্রিত যেজন জানে।

প্রিতে বান্ধিলে সখেরও মন
যায় কি ভোলা তবে
প্রিতের লাগিই দুনিয়া চলে
বাঁচিয়া আছে ভবে।

প্রিত যেজন জানে সখি
প্রিত যেজন জানে
প্রিতে ডুবিয়া মরে সখি
ভুল প্রিতের শনে।

দুনিয়া চলে প্রিত খেলায়
শত প্রিত ভাসে,
এক প্রিতে ডুবিয়া সখা
হাজারো প্রিত দোষে।

শূন্য প্রিত যেজন করে
আসল প্রিত মনে
প্রিতির গতি যে জন জানে
সব প্রিতের শনে।।