সুখেরই প্রতিশব্দ টাকা
হাসান মাহমুদ

টাকাই তোমার সুখের ঘর
টাকাই ঘরের ছাউনি
টাকাই ভাই হতে পারে
সুখ মুছার গ্লানি।
টাকাই তোমার ঘরের খুঁটি
টাকাই ঘরের বেড়া
টাকার জন্যই জীবন তোমার
দুঃখ নামে ঘেরা।
টাকাই আবার সুখের ধার
টাকাই জীবন কান্তি
টাকাই আবার এনে দেয়
দুঃখের পরে শান্তি।
টাকা থাকলে বুকে বল
শরীর হয় সবল
টাকা থাকলে বাহু উঁচু
কন্ঠ আবল তাবল।
টাকা  সঙ্গীর প্রিয় স্বামী
সন্তানের প্রিয় পিতা
টাকা থাকলে পরও আপন
আদর করে মাতা।
টাকা থাকলে চোরও সাধু
এলাকায় বাড়ে সম্মান
টাকা থাকলে বোকা বাবু
বড্ড আদরের সন্তান।
টাকার তাই নাম দিয়েছি
দুঃখের বাজে আপ্ত
সুখেরই তাই পরম বন্ধু
সুখেরই প্রতি শব্দ।