সুখের আগে কমা
হাসান মাহমুদ

উচ্ছ্বাস আর উল্লাসে
জীবন গেলো অর্ধেক কেটে,
বাকিটা রইলো পরে
ভুল ভাল ভেবে ঘেটে।
কিছুটা রং তুলি
বাকিটা সাদা কালা মলিন
কিছুটা চুপ চাপ
বেখেয়ালে হলো বিলীন।
সময়ের সুর তুলে
ভাঙা তরীর হাল ধরে
পথ ভুলে কিছুটা
নোঙ্গর করি শুকনো তীরে।
শেষটা শুরুর আগে
হাঁপ ছেড়ে দিলাম পাড়ি
কতটা জল ভরি
মাপিনি আজও তারি বারি।
শূন্য ঝুলি হাতে
থালা পেতেছি ঘর ধারে
কেউ দিয়েছে ফিরি
মুখস্থ দারুন বুলি টারে।
আঁখি জল জমা
কতই না সুখের রমরমা
জীবনটা কালো মানিক
সকল সুখের আগে কমা।