সুজন মিয়ার নিমন্ত্রণ
হাসান মাহমুদ
কই গো মা কোথায় তুমি?
এদিক এসে দেখো,
আজ দুপুরে মুরগী পোলাও
রান্না করে রেখো।
বন্ধু আমার সুজন মিয়া
আসবে আমার বাড়ি
এই নেও মা এই নেও ;
বাজার সদয় রাঁধো তারাতাড়ি।
সুজন মিয়ার বাড়ি আজকে
হবে না পাক অন্ন
সুজন মিয়ার অনেক ক্ষুধা
খাবে সে আজ অনন্য।
আচ্ছা রে বাপ করছি রান্না
দুপুর হলে আয়
সুজন নয় বাপ! আসিস নিয়ে
সুজন বাপ মায়।
সবাই মোরা এক সাথে খাই
যা আছে মোদের দায়,
আচ্ছা মাগো! তুমি এতো ভালো কেন?
তুমিও করো আমার মন যা চায়।
শোন রে বাপ মানুষ মোরা
সবাই আপন জন,
আমার দ্বারা কাঁদুক কেহ
চায় না আমার মন।
সুজন মিয়ার দাওয়াত রইল
রইলো নিমন্ত্রণ,
সুজন মিয়া আসবিরে তুই
আমার বাড়ি তোর আমন্ত্রণ।
সুজ মিয়া মুচকি হেসে
বললো রে ভাই!
তুই আমার প্রাণ বন্ধু
তুই ছাড়া কেহ নাই।
এই বলিয়া সুজন মিয়ার
নয়নে এলো জল
সুজন মিয়া হাসু মিয়া
কেঁদে ভাসায় বক্ষতল।