সুহাসিনী
হাসান মাহমুদ

তোমার হয়তো ফুল প্রিয়
আমার প্রিয় হাসি
তোমার নয়ন মায়ায় ভরা
প্রেম ভেলাতে ভাসি।
কর্ণধারায় ফুল গুঁজেছ
হলুদ রঙা ফুল
ইশ রূপ দারুণে দেখতে
দারুণ তোমার চুল।
বনলতা সুরঞ্জন কল্যাণীর রূপ
তোমার রূপে হার
ইশ কি দারুণ রূপ তোমারি!
গোলাপ দেখা ভার।
কৃষ্ণ চূড়া রঙিন যেমন
তেমন তোমার ঠোঁট
বদন খানি পুষ্পরেণু
মনে লাগে চোট।
তোমার নাকে নলোক খানি
ফোঁটা ঐ জুঁই চামেলি,
ইশ কি দারুণ হাসির ছল
আমার এই মন ভুলানি।
হাসির তরে মুক্ত ঝরে
চিরোল তোমার দাঁত
হাসির ছলেই আমি তোমার
প্রেমে কপাঘাত।
মিষ্টি মুখে মিষ্টি হাসি
নাম দিয়েছি তন্বী
তুমি আমার অপরিচিতা
মিষ্টি সুহাসিনী।