সুহাসিনী-১
হাসান মাহমুদ

তোমায় চেয়েছি তাই তুমি রাগ করেছ
আসলে তোমায় চেয়েছি, তোমার রূপ না।
তোমার রূপের মায়ায় যদি পড়তাম
তাহলে আর তোমায় চাওয়া হতো না।
তোমার রূপকে নিয়েই রূপকথার গল্প আঁকতাম
আসলে আমি বোকা তাই তোমার রূপ চাইনি,
তোমার হাসি,তোমার কথা, তোমার চাহনি এগুলো মায়া পড়ে গেছিলাম
তুমি বারবার একটা কথাই বলো আমি চাইলেও তুমি চাও না
আসলে তুমি কেন চাও না তা জানি।
তোমাকে বুঝতে চাওয়া আমার বোকামি।
শুনেছ কবু তুমি ঐ রাতের ডাক?
যে রাত ঘুমায় না নিশি জাগে
শুনেছ কবু তুমি ঐ রাতের শব্দ?
যে রাত ডাকে না যদি তোমার ঘুম ভাগে।
শুনোনি কখনো শুননি তুমি!
ঐ রাতের মতই আমি রাত জাগি
ঐ রাতের মতই আমি শব্দহীন থাকি।
নজরুল বলে ছিলো এক পঙক্তিতে
আমি আজও কাঁদি কারণ এ মন তোমায় ভালোবেসে যে,
নজরুলের সেই কথার মত আমিও
আজও কাঁদে
তবে প্রকাশ্যে নয়, কারণ আমিতো প্রেমিক
প্রকৃত প্রেমিকরা কখনো প্রকাশ্যে কাঁদে না।
প্রকাশ্যে কাঁদা প্রেমিকদের বেমানান
যারা প্রেমিক তারা কাঁদতে জানে না
যারা প্রেমিক তারা কাঁদাতে জানে না
যারা প্রেমিক তারা হাসতে শিখায়
যারা প্রেমিক তারা ভালোরাখ জানে।
আমি তো প্রেমিক, আমার প্রেম সত্য
আমি তো প্রেমিক আমার প্রেম অমরত্ব।
তুমি বলো আমি যোগ্য না
তুমি বলো আমি সুন্দর সুদর্শন না
তুমি বলো আমি কুৎসিত বিভৎস
তুমি বলো আমি পাগল উন্মাদ
তুমি বলো আমি অসুন্দর অসুন্দর।
আমি মেনে নিলাম তোমার সব অভিযোগ
আমি মনে নিলাম আমার সব অপরাধ।
তুমি কি জানো না তবে
ভালোবাসতে বা প্রেমিক হতে
তোমার দেওয়া অপবাদ এগুলো কিছুই মানে না।
প্রেমিকরা কখনো অসুন্দর হয় না
আবার প্রেমিকের প্রেমিকাও কখনো অসুন্দর হয় না।
যেখানে সুন্দর প্রেম থাকে
সেখানে অসুন্দর প্রেমিক ও সুন্দর হয়ে উঠে
সেখানে অসুন্দর প্রেমিকাও সুন্দর সুদর্শনা হয়ে উঠে।
আসলে প্রেমই তো সুন্দর সুদর্শনা সুহাসিনী।
তোমার চোখে আমি কুৎসিত ভাষায় হলেও
আমার চোখে তুমি সুদর্শনা সুহাসিনী।