সুচেতনা
হাসান মাহমুদ

সুচেতনার চোখ জেনো বর্ষার তরু
নয়নতারা ফোঁটা জেনো আঁখি ভুরু;
সুহাসিনী মুখ জেনো টকটকে সরোবর
চাহনির ছলছল, জল জেনো হিজলের।
কেশ জেনো আষাঢ়ের ভেজা কদম
তনু তার সধ্য স্নান ফেরা রূপদম;
রাতের জলে খেলা করে তার রূপ
রূপ জেনো জ্যোৎস্না ভেজা গোলাপ।
সুচেতনার চলন জেনো ময়ূর বিচরণ
পায়েলের ঝনঝন আওয়াজে কাড়ে প্রাণ;
কথনের ভঙ্গি জেনো কোকিলার সুর
থেকে থেকে বাজে তা দূর বহুদূর।
দারুচিনি রঙের মতো দেহ রূপ ভার
সৌন্দর্যের রূপ জেনো শত তরুবর ;
পদ্ম হার মেনে নত হইবে তাহারি শির
কি আছে এমন তার এতো মায়ার আবির!