স্মৃতির বিরহে ক্ষুধা
হাসান মাহমুদ
নক্ষত্ররা মরে যাবে
মরে যাবে দূর্বার প্রাণ
স্মৃতিরা ঘুমায়ে রবে
শহর বন্দর অচিন গ্রাম।
বিদঘুটে অন্ধকারে পরে রবে
সকল স্মৃতির সমারোহ
চিত্র দেখে দেখে সব পাখি
বাড়াবে নিখুঁত বিরহ।
উদাস লক্ষ্মীটির বুকে রবে
নিদারুণ নিষ্ঠুর প্রাণ
থেকে থেকে মরে যাবে
সহস্র বিভৎস বেদন।
তবুও খেলা করে দারুণ
স্মৃতিরা দিব্যি হাসে
উড়ন্ত শঙ্খচিল ডেকে মরে
দক্ষিণা অস্পষ্ট বাতাসে।
ছোট খালে খেলা করে
আশায় বসতি সালতি
নৈরাশ্য পৃথিবী থেমে রয়
দিব্যমান চলতি!
তবুও খেলা করে স্মৃতি
বেজে বেজে সধা
শূন্য থেকে শূন্য সবই
স্মৃতির বিরহে ক্ষুধা।