সত্যিকার পাখি
হাসান মাহমুদ

আমি সত্যিকার পাখিটার কথা ভেবে,
ক্লান্ত হয়ে পড়েছি আজ তবে।
একদিন আমায় দিবে ফাঁকি,
এ ভব বাজার নিজের মত রাখি।
আমি সত্যিকার পাখিটার কথা ভেবে,
ক্লান্ত হয়ে পড়েছি আজ তবে।

পাখিটার নেই কোনো ঘর,
যে ঘরে বাধবে বাসা
থাকবে না আপন-পর।
নিত্য চলবে নিজের ভঙ্গি,
থাকব আমি শুধুই তার সঙ্গী।
এমন পাখিটার কথাই ভাবি,
উড়ে যাবে আমি নামক খাঁচা ছাড়ি।

এ দেহ তবে!
থাকবে শূন্য এক খাঁচা,
পাখিটা উড়াল দিবে ভাঙ্গিয়া মাচা।
পাবো না টের,হয়তো! সে দিন,
পালঙ্ক হতে নামাবে না কেউ
তনু খানি যে দিন।
আমি সত্যিকার পাখিটার কথা ভেবে,
ক্লান্ত হয়ে পড়েছি তবে।

আমার চেতনার সুর,
পাখি!
কেমনে তারে নয়নের আবছায়া রাখি।
পরাণ আমার ভিতু,
সংশয় জাগে মনে,
কোনদিন পাখিটি আমার,
মিথ্যে বলে আমার শনে।
আমি সত্যিকার পাখিটার কথা ভেবে,
ক্লান্ত হয়ে পড়েছি তবে।

পাখিটারে পুষেছি আত্মার যতনে,
পাখির কি হয়না ব্যথা!
আমার কারনে,
দিনে দিনে কত মায়া, কত আত্মার প্রেম,।
তবুও!
পাখি একদিন যাবে ভুলে,
রাখবে না ছবি করে আত্মার ফ্রেম।
পাখিটা কিভাবে আমায় ছেড়ে রবে,
আমি সত্যিকার পাখিটার কথা ভেবে,
আজ বড়ই ক্লান্ত এ মায়ার ভবে।

কবিতা-২৪
১৩-০৩-২০২০