সত্যের জয় হোক
হাসান মাহমুদ
খুলিয়া গিয়াছে দক্ষিণা বাতায়ন
কাটিয়া গিয়াছে শীতল আলাপন ;
ভরিয়া গিয়াছে সকল জ্বালাতন
হাত বাড়িয়েছে সুখের কলতান।
জাগিতে হইবে নতুন সুরে
যতই আসুক ক্লান্ত ঘুরে ;
সকল জয়ী আনিতে হইবে ঘরে
আমিত্ব তেজস্ক্রিয় হিম্মত ধরে।
নাহি থাকা চাই;নিদ্রা বলে
গাইব চোখে শিখ ঢেলে;
হিম্মত বাহুবল যেনো চলে
অপশক্তির উপর কড়া বলে।
খুলিয়া গিয়াছে কপাট কারার
আর নয় আর নয় থামবার;
উঁচু কর শির নতনয় আর
দেখিয়ে দাও হিম্মত তোমার।
যত আলাপন বীরের মতন
কুঁজো হয় নয়;জীবন যতন;
বাঁচিবারে তরে শক্ত করো মন
যোদ্ধায় জীবন দাও কোনো ক্ষণ।
আর নয় চুপচাপ গেয়ে উঠো গান
সত্যের জয় হোক;যাক মিথ্যের প্রাণ।