সত্যের জয় হোক
হাসান মাহমুদ
ভাঙরে তালা ওরে শালা অধিকারটা ল
আর কত কাল পিঠ পোড়াবি পিঠে তপ্ত ঘাঁ,
জ্বালা আগুন মার ইট পাথরের ঢিল
ভাঙরে এবার তারাতাড়ি ঐনা কপাট খিল।
জেল জুলুমে আর কত কাল
এবার বাঁচা অন্যের চটি নিজের গাল।
আর কত চুপটি মেরে গুণবি তছবী পুঁতি
ঘরের কোণে জিহাদ করে হবি বীর সাথী।
থাকিস নে আর ভেড়ার পালে,
বিড়াল হলেও গর্জন দে তালে তালে।
শত্রু দল দৌড়ে যাবে বাগের মত গর্জন হলে,
দূর্বল হ তাতে কি শির উঁচু কর জীবনও গেলে।
সত্য নিশানা আন ছিনিয়ে
এজিদের ঐ দ্বার ময়দান গিয়ে।
সত্যকে আন আপন করে নিজের কোলে
নজরুলের ঐ ছন্দ তালে।
আবার উড়া ঐ নিশানা বদরের মতন,
ডাক তোল আমি বিজয় করেছি অর্জন।
ভেদাভেদ যাই ভুলে সত্যের হোক জয়
মানব তলিয়ে যাবে হবে না উহার ক্ষয়।